ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নালিশ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে: কাদের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৮:৫৬, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নালিশ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। নয়াপল্টনে এ কাজের জন্য একজনকে স্থায়ীভাবে তারা নিয়োগ দিয়ে রেখেছে।’

রবিবার (১৩ মে) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সেই সরকারের আকার কি গত টার্মের মতো, না অন্যরকম হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের পরিষ্কার কোনও জবাব দেননি তিনি। 

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের ফল নিজেদের অনুকূলে না আসা পর্যন্ত বিএনপি নালিশ করতেই থাকবে। গত ৫টি সিটি করপোরেশন নির্বাচনেও তারা একের পর এক নালিশ ও অভিযোগ করেছে। পরবর্তীতে দেখা গেছে ওই নির্বাচনে তারাই জিতেছে।’

বিএনপি অভিযোগ করে বলছে অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে আত্মীয়স্বজনকে দেখা করতে দেওয়া হচ্ছে না। বিএনপির এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলে জেনে নেবো।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি